Objectives

সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ:

1. শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা, রক্তদান কর্মসূচি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কর্মকাণ্ড পরিচালনা করা।
2. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী উন্নয়ন, পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ, যৌতুকের কুফল ও ইভটিজিং সম্পর্কে জনগণকে সচেতন করা।
3. দুঃস্থ অসহায় প্রতিবন্ধী, এতিম, শারীরিক ও মানসিক অক্ষম ব্যক্তিদের সাহায্য-সহযোগিতা করা।
4. তথ্য-প্রযুক্তি সম্পর্কে জনগণকে সচেতন করা ও তথ্যসেবা প্রদান করা।
5. সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
6. খেলাধুলা, চিত্ত-বিনোদন ও দেশীয় সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখা।
7. নিরক্ষরতা দূরীকরণ, বেকারত্ব হ্রাস, স্বাবলম্বী ও স্বনির্ভর জীবন গঠনে ভূমিকা রাখা।
8. বৃক্ষরোপণ, মৎস্যচাষ, হাঁস-মুরগীর খামার স্থাপন, গবাদী পশু পালন, নার্সারি, শাকসবজি চাষসহ বিভিন্ন উৎপাদনমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা।
9. আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পান, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার নিশ্চিতকরণ, মাদক বিরোধী কর্মসূচি বাস্তবায়ন করা।
10. রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক কর্মসূচি যথাযথভাবে পালন করা।

Objectives and objectives of the organization:

1. Conduct activities aimed at education, health, climate change, protection of human rights, environmental protection, blood donation programs and poverty reduction.
2. Make people aware of the abuse of women and children, prevention of women, family planning programs, dowry malfunction and eve-teasing.
3. Helping the poor helpless disabled, orphan, physically and mentally challenged people.
4. Making people aware about information technology and providing information services.
5. Take effective steps to maintain social peace and build a healthy society.
6. Continuation of sports, entertainment, and local literary-cultural activities.
7. Elimination of illiteracy, reducing unemployment, self-reliant and self-reliant life.
8. To adopt and implement various productive programs including tree planting, fishery farming, poultry farming, cattle feeding, nursery and vegetables.
9. Drink arsenic-free safe water, ensure the use of sanitary latrines, implement anti-drug programs.
10. Keeping the state, religious, social, national and international programs properly.