সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ

অঙ্কুর ডেভলাপমেন্ট অর্গানাইজেশন এর পক্ষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, জাতীয় সমাজকল্যাণ পরিষদের আয়োজনে গত ৫দিন ব্যাপি “সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করেন – অঙ্কুর ডেভলাপমেন্ট অর্গানাইজেশন এর সভাপতি আবদুল্লাহ আল মামুন ও নির্বাহী পরিচালক নাসরিন সুলতানা। ৫ব্যাপি প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব উপসচিব ও চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারী সংস্থার প্রধান গণ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়ার মুগদিয়া বাজারে অঙ্কুর পাবলিক লাইব্রেরির আয়োজনে লাইব্রেরি মিলনায়তনে ১৩ জুলাই বুধবার বিকেলে এক ঈদ সাহিত্য সংযোগ অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়ার মুগদিয়া বাজারে অঙ্কুর পাবলিক লাইব্রেরির আয়োজনে লাইব্রেরি মিলনায়তনে ১৩ জুলাই বুধবার বিকেলে এক ঈদ সাহিত্য সংযোগ অনুষ্ঠিত হয়েছে।

লাইব্রেরির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম।

কবি গোলাপ আমিনের শুভেচ্ছা বক্তব্য ও সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এ সময় কবিতা ও আলোচনা করেন কবি আল আজাদ, কবি এম হাবিবুর রহমান, অঙ্কুর ফুড প্রোডাক্টস & বেভারেজ লিমিটেডের ডিরেক্টর শেখ নোমান, অঙ্কুর ডেভোলাপমেন্ট অর্গানাইজেশনের কর্যকারী সদস্য মনির হোসেন, আ:মান্নান মানিক কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, ব্যাংকার আ: রহিম, হাসান আল মামুন, আল আমিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সকুমার রায় সাহিত্য পরিষদের নতুন কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি। নবগঠিত কমিটির সভাপতি কবি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক কবি গোলাপ আমিন ও সাংগঠনিক সম্পাদক সুলতান আফজাল আইয়ূবীর নাম ঘোষণা করেন প্রধান অতিথি মেরাজ রাহীম। উল্ল্যেখ্য, সকুমার রায় সাহিত্য পরিষদ ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়ে সাহিত্য অনুষ্ঠান ও সাহিত্য কেন্দ্রীক নানা কার্যক্রম পরিচালনা করেছে।

পাপ্র/সুআআ

অঙ্কুর ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য পণ্য বিতরণ অনুষ্ঠান

“আসুন মানবিক হই, অসহায় মানুষের পাশে দাঁড়াই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অঙ্কুর ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল সোমবার বিকেলে অর্গানাইজেশনের অফিস (মুগদিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ) এ আয়োজিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: হামিদুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারি গণ-গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন।

স্বাস্থ্যবিধি মেনে প্রায় শত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মাস্ক সরবরাহ করা হয়। আরও উপস্থিত ছিলেন কবি গোলাপ আমিন, ব্যাংকার সেলিম সামাদ, নাসরিন সুলতানা স্বরবর্ণ, সমাজসেবক ইমাম হোসেন মোড়ল প্রমুখ।

বিনা মূল্যে খাদ্য পণ্য বিতরণ

আলহামদুলিল্লাহ,,,,,,, আল্লাহর অশেষ রহমতে,,,,, আমার প্রানের প্রতিষ্ঠান
“অঙ্কুর ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ” উদ্যোগে সকল হৃদয়বান মানবিক, মানুষের সহযোগিতায় আসন্ন বৈশ্বিক মহামারি মোকাবেলায়-
সমাজের দুস্থ,অসহায়, বিধবা,প্রতিবন্ধী, হতদরিদ্র, দিনমজুর, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

এই লক ডাউন পরিস্তিতিতে কত মানুষ কষ্টে, অনাহারে, অর্ধাহারে জীবন অতিবাহিত করছে,
তা মানুষের কাছে না গেলে বুঝবেন না।
বেশির ভাগ হত দরিদ্র, কর্মহীন মানুষগুলো আজ দু-মুটো ভাতের জন্য চিৎকার চেঁচামেচি না করে নিরবে অশ্রু ঝরাচ্ছে,,,,,,
আমার দেখা কিছু অভিজ্ঞতার কথা বলছি-
গার্মেন্টস ফেরত বিধবা রহিমা,তার দুই সন্তানকে নিয়ে আজ এ বাড়ি, কাল ও বাড়ি, মটকার শাক, পালং শাক-আর কতো দিন—–!
ঢাকায় রিক্সাচালক হাসান তার ফুটফুটে তিন সন্তান–
তাদের কষ্ট বর্ননা করার ভাষা আমি হারিয়ে ফেলছি—-
এই রকম কত লাখ, লাখ হাসান, জামাল, কামাল, রহিমা, জামেলা, সখিনা রয়েছে তা যদি আপনি মানবিক চোখ দিয়ে তাকান তাহলে দেখতে পাবেন।।।।

আসুন মানবিক হই,,,,,,জয় হোক মানবতার, কাজ করি মানুষের জন্য।

এম.জুয়েল আহমেদ (জয়)
ভাইস-চেয়ারম্যান
” অঙ্কুর ডেভলাপমেন্ট অর্গানাইজেশন “