কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়ার মুগদিয়া বাজারে অঙ্কুর পাবলিক লাইব্রেরির আয়োজনে লাইব্রেরি মিলনায়তনে ১৩ জুলাই বুধবার বিকেলে এক ঈদ সাহিত্য সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
লাইব্রেরির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম।
কবি গোলাপ আমিনের শুভেচ্ছা বক্তব্য ও সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এ সময় কবিতা ও আলোচনা করেন কবি আল আজাদ, কবি এম হাবিবুর রহমান, অঙ্কুর ফুড প্রোডাক্টস & বেভারেজ লিমিটেডের ডিরেক্টর শেখ নোমান, অঙ্কুর ডেভোলাপমেন্ট অর্গানাইজেশনের কর্যকারী সদস্য মনির হোসেন, আ:মান্নান মানিক কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, ব্যাংকার আ: রহিম, হাসান আল মামুন, আল আমিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সকুমার রায় সাহিত্য পরিষদের নতুন কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি। নবগঠিত কমিটির সভাপতি কবি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক কবি গোলাপ আমিন ও সাংগঠনিক সম্পাদক সুলতান আফজাল আইয়ূবীর নাম ঘোষণা করেন প্রধান অতিথি মেরাজ রাহীম। উল্ল্যেখ্য, সকুমার রায় সাহিত্য পরিষদ ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়ে সাহিত্য অনুষ্ঠান ও সাহিত্য কেন্দ্রীক নানা কার্যক্রম পরিচালনা করেছে।
