আলহামদুলিল্লাহ,,,,,,, আল্লাহর অশেষ রহমতে,,,,, আমার প্রানের প্রতিষ্ঠান
“অঙ্কুর ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ” উদ্যোগে সকল হৃদয়বান মানবিক, মানুষের সহযোগিতায় আসন্ন বৈশ্বিক মহামারি মোকাবেলায়-
সমাজের দুস্থ,অসহায়, বিধবা,প্রতিবন্ধী, হতদরিদ্র, দিনমজুর, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।
এই লক ডাউন পরিস্তিতিতে কত মানুষ কষ্টে, অনাহারে, অর্ধাহারে জীবন অতিবাহিত করছে,
তা মানুষের কাছে না গেলে বুঝবেন না।
বেশির ভাগ হত দরিদ্র, কর্মহীন মানুষগুলো আজ দু-মুটো ভাতের জন্য চিৎকার চেঁচামেচি না করে নিরবে অশ্রু ঝরাচ্ছে,,,,,,
আমার দেখা কিছু অভিজ্ঞতার কথা বলছি-
গার্মেন্টস ফেরত বিধবা রহিমা,তার দুই সন্তানকে নিয়ে আজ এ বাড়ি, কাল ও বাড়ি, মটকার শাক, পালং শাক-আর কতো দিন—–!
ঢাকায় রিক্সাচালক হাসান তার ফুটফুটে তিন সন্তান–
তাদের কষ্ট বর্ননা করার ভাষা আমি হারিয়ে ফেলছি—-
এই রকম কত লাখ, লাখ হাসান, জামাল, কামাল, রহিমা, জামেলা, সখিনা রয়েছে তা যদি আপনি মানবিক চোখ দিয়ে তাকান তাহলে দেখতে পাবেন।।।।
আসুন মানবিক হই,,,,,,জয় হোক মানবতার, কাজ করি মানুষের জন্য।
এম.জুয়েল আহমেদ (জয়)
ভাইস-চেয়ারম্যান
” অঙ্কুর ডেভলাপমেন্ট অর্গানাইজেশন “
